শ্যামল রায়, শান্তিপুর : ভোট মিটে গিয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী হালকা মেজাজেই মা-বাবার সঙ্গে সময় কাটিয়েছেন। কখনও চায়ের দোকানে বসে সাধারণ লোকজনের সঙ্গে গল্পগুজব করেছেন। পাশাপাশি আগামীকাল গণনা নিয়ে কর্মী ও নেতৃত্বের সঙ্গে দফায় দফায় আলোচনা সেরেছেন। গণনাকেন্দ্রে যে বা যাঁরা থাকবেন, তাঁদের সমস্ত দায়-দায়িত্ব বৈঠকের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হল।
আরও পড়ুন-বিজেপি প্রার্থীর নামে দায়ের হল অভিযোগ
রবিবার সাতসকালেই ব্রজকিশোর নেতৃত্বকে সঙ্গে নিয়ে পৌঁছে যান গণনাকেন্দ্র রানাঘাট কলেজে। ওখানে স্ট্রংরুম ঘুরে দেখেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথাও বলেন। কোন কর্মী ভোট গণনাকেন্দ্রে কীভাবে থাকবেন, কীভাবে কাজ করবেন, তার একটি রূপরেখা তৈরি করে ফেলেন। তিনি সকলের কাছে আবেদন রেখেছেন, ভোটের ফলাফল যা-ই হোক না কেন, কেউ যেন অতিরিক্ত উচ্ছ্বাসে মেতে না ওঠেন। কারণ বাংলার মানুষ শান্তিপ্রিয়। শান্তিপুরের মানুষও তার ব্যতিক্রম নন। তাই এখানে কোনওরকম অশান্তি যাতে না ঘটে, সেদিকে সকলকে নজর রাখতে হবে। ব্রজকিশোর বলেন, ‘শান্তিপুরের সংস্কৃতিকে মাথায় রেখে আমাদের মানুষের পাশে থেকে কাজ করার উদ্যোগ নিতে হবে। ভোটের ফলাফল যথেষ্ট সন্তোষজনক হবে।’ রানাঘাট থেকে দুপুরে ফিরে আসেন বাড়িতে। মা-বাবাকে সঙ্গে রেখে বাড়ির বিগ্রহ রাধাকৃষ্ণের প্রতি প্রার্থনা জানালেন, ভোটের ফলাফল যেন সন্তোষজনক হয় এবং মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে যেন কাজ করতে পারেন।