আগাম পরিকল্পনা শুরু সুব্রত মণ্ডলের

Must read

সুস্মিতা মণ্ডল, গোসাবা : শনিবার নির্বাচন শেষ হয়েছে। রাতপর্যন্ত কর্মীরা ব্যস্ত ছিলেন। গোসাবার বিছিন্ন দ্বীপ থেকে ভোটের পর ইভিএমগুলি ঠিকঠাক পৌঁছেছে কি না তাও খোঁজখবর রাখতে হয়েছে। জয় শুধু সময়ের অপেক্ষা। তাও রবিবার দিনভর গোসাবা ব্লক তৃণমূল কার্যালয়ে চলল বৈঠক। সেই বৈঠকে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লা, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার ও ব্লক নেতৃত্ব। ছিলেন প্রার্থী সুব্রত মণ্ডল নিজেও।

আরও পড়ুন-অতিরিক্ত উচ্ছ্বাস নয়, কর্মীদের বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

এদিনের বৈঠক থেকে আগামী ২ নভেম্বর গণনার সময় কর্মীদের কী কী করণীয় তা বুঝিয়ে দেওয়া হয়। গণনাকেন্দ্রের ভিতরে থাকা কর্মীদের কোনওরকম শৈথিল্য চলবে না বলে নেতৃত্ব জানিয়ে দেন। নির্বাচন নিয়ে প্রতিটি পঞ্চায়েত ধরে ধরে কর্মীরা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে কিছু কিছু ত্রুটি বা দুর্বলতার দিকও উঠে আসে। সেই খামতিগুলি দ্রুত মিটিয়ে নিতে হবে বলে জানিয়ে দেন নেতৃত্ব। জেলা সভাপতি যোগরঞ্জন হালদার বলেন, আজ ব্লক নেতৃত্ব ও প্রার্থীর উপস্থিতিতে একটি বৈঠক হয়।

Latest article