গত বছর ২ ফেব্রুয়ারি এপার বাংলা- ওপার বাংলার অটুট মৈত্রী মেলবন্ধনে প্রতিষ্ঠিত হয়েছিল মিতালি সাহিত্য পরিষদ। এই প্রতিষ্ঠানের উদ্যোগে ও বিশিষ্ট গুণিজনদের সহযোগিতায় সম্প্রতি শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে আয়োজিত হয় আন্তর্জাতিক কবি সম্মেলন, বিশেষ অতিথি সংবর্ধনা। মোড়ক উন্মোচিত হয় মিতালি সাহিত্য পরিষদের প্রথম বার্ষিকী যৌথ কাব্য সংকলন ‘মৈত্রী’র।
আরও পড়ুন-রাহুলদের সামনে আজ নতুন চ্যালেঞ্জ
এই কাব্য সংকলনে শতাধিক কবির লেখা প্রকাশিত হয়েছে। সেইসঙ্গে কবি সাহিত্যিক অনিরুদ্ধ রানার ‘রাঙা প্রভাত’ ও বাসুদেব ঘোষের ‘অস্তরাগ’ কাব্যগ্রন্থের আত্মপ্রকাশ ঘটেছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রদীপ বসু, প্রিয় ভট্টাচার্য, অঞ্জনা দেবনাথ, মোহর পাবলিশার্সের কর্ণধার চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়। অতিথিদের উপহার দেওয়া হয় গাছের চারা।