শতবর্ষে সমরেশ বসু

প্রতিষ্ঠানের আর্কাইভে সংরক্ষিত আছে সমরেশ বসুর একটি উপন্যাসের পাণ্ডুলিপি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও আলোকচিত্র।

Must read

নৈহাটির ভূমিপুত্র কথাসাহিত্যিক সমরেশ বসু। সূচনা হয়েছে তাঁর জন্মশতবর্ষের। এই উপলক্ষে নৈহাটির বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র এবং সমরেশ বসু জন্মশতবর্ষ উদযাপন সমিতির যৌথ উদ্যোগে সাহিত্যিকের জন্মশতবর্ষ উদযাপনের কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রকাশিত কাব্য সংকলন

১০ এবং ১১ ডিসেম্বর বঙ্কিম-ভবনের সঞ্জীবচন্দ্র সভাগৃহে আয়োজিত হয় মনোজ্ঞ অনুষ্ঠান। প্রতিষ্ঠানের আর্কাইভে সংরক্ষিত আছে সমরেশ বসুর একটি উপন্যাসের পাণ্ডুলিপি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও আলোকচিত্র। সেই সমস্ত নথিভুক্ত ও আলোকচিত্র নিয়ে বঙ্কিম-ভবনে ‍‘হরপ্রসাদ শাস্ত্রী ও সমরেশ বসু প্রদর্শকক্ষ’ নামে একটি স্থায়ী প্রদর্শকক্ষ তৈরি করা হয়েছে। ১০ ডিসেম্বর এই কক্ষের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। আয়োজিত হয় পদযাত্রা। দুই দিন সমরেশ বসুর জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনাসভায় বক্তব্য রাখেন সমরেশ বসুর পুত্র নবকুমার বসু, ভগীরথ মিশ্র, ডাঃ শ্যামল বন্দ্যোপাধ্যায়, অলোক মৈত্র, বাঁধন সেনগুপ্ত, হর্ষ দত্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সভাপতিত্ব করেন বঙ্কিম-ভবনের অধ্যক্ষ অধ্যাপক রতনকুমার নন্দী।

Latest article