হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরেই শহর কলকাতা মেতে উঠবে বড়দিনের উৎসবে (Christmas Carnival)। ২৫ ডিসেম্বর উপলক্ষ্যে মানুষের ঢল নামবে পার্ক স্ট্রিটে। বছরের শেষ মাসের শেষ সপ্তাহে একেবারে ভোল বদলে যায় পার্ক স্ট্রিট চত্বরের৷ চারিদিকে আলোয় সেজে উঠবে মধ্য কলকাতার এই এলাকা। এবারও যে তার কোনও ব্যতিক্রম হবে না, এদিন সেটাই বুঝিয়ে দেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
এদিন নন্দনে সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল সেন জানিয়েছেন, বড়দিন আরও জমজমাট হবে। এবার ক্রিসমাস কার্নিভাল (Christmas Carnival) হবে ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ২১ ডিসেম্বর অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী জানান, বাংলা এখন বিদেশি পর্যটকদের ট্যুরিজম ডেস্টিনেশন হয়ে উঠেছে। সারা দেশে আমরা এখন নম্বর থ্রি। মন্ত্রী আরও জানান, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আলোকসজ্জা থাকবে। একইসঙ্গে এ বছরও বো ব্যারাকে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষ্যে, ক্যামাক স্ট্রিট এলাকায় ২১ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বাস্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন-সাংসদদের এলাকায় গিয়ে জনসংযোগের নির্দেশ দলনেত্রীর
তবে এ বছর নতুন সংযোজন সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠানে (২৪ এবং ২৫ ডিসেম্বর, যখন অ্যালেন পার্ক বন্ধ থাকবে) উপস্থিত থাকবেন বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা। পাশাপাশি পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল চলাকালীন অ্যালেন পার্কের ভিতরে পর্যটন বিভাগের তথ্য কিয়স্ক এবং প্রাথমিক চিকিৎসার স্টল স্থাপন করা হবে। তবে কলকাতায় উদযাপনের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগরের গির্জা-সহ আরও বেশ কিছু এলাকায় আলোকসজ্জা করা হবে বলেও জানান ইন্দ্রনীল সেন।