সাংসদদের এলাকায় গিয়ে জনসংযোগের নির্দেশ দলনেত্রীর

Must read

প্রতিবেদন : দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের আগামী দিনে সমন্বয় রেখে লড়ার বার্তা দিলেন তিনি। সাংসদরা যাতে নিজেদের এলাকায় আরও বেশি করে জনসংযোগ বাড়ান, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ান তার নির্দেশ দেন। একইসঙ্গে এদিন ফের লোকসভায় একের বিরুদ্ধে এক প্রার্থী— এই ফর্মুলায় তিনি যে চলতে চান তা তিনি বুঝিয়ে দিয়েছেন। বিরোধী সাংসদদের বহিষ্কারের ঘটনায় ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) বলেন, যেভাবে একের পর এক সাংসদকে গণ-সাসপেন্ড করছে কেন্দ্রীয় সরকার তা দেশের পক্ষে বিপজ্জনক। কেন্দ্রের বিজেপি সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করে দিচ্ছে বলে বৈঠকে বলেন তিনি। সংসদে হামলা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিবৃতি চাওয়াতে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে সাংসদদের বলেন, এটাই বিজেপির নীতি। এই ভাবেই ওরা বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে। এর বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।
এদিন বিকেল ৫.৩০ নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Supremo Mamata Banerjee) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে আসেন অরবিন্দ কেজরিওয়াল। বিভিন্ন ইস্যুতে দীর্ঘক্ষণ কথা হয়। ইন্ডিয়া জোটের বৈঠকের আগে সোমবার দিনটি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিন হিসেবে থেকে যাবে।

আরও পড়ুন- ভাগ্যবান যে এখন সাংসদ নই, দলীয় সাংসদদের সাসপেনশন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article