প্রতিবেদন : পুরসভা ও টাউন ভেন্ডিং কমিটির নির্দেশকেই মান্যতা দিল এসপ্ল্যানেডের হকাররা। নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিউমার্কেট লাগোয়া পাঁচতারা হোটেলের সামনের ফুটপাথের একধারের হকার ব্যবসায়ীরা দোকানপাট তুলে নিলেন। হকার পুনর্বাসন নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই গত বুধবার ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিল পুরসভা, পুলিশ ও টাউন ভেন্ডিং কমিটি। তারপরেই বৃহস্পতিবার ওই পাঁচতারা হোটেলের সামনের ফুটপাথের একপাশের হকারদের দোকান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন-পৌষমেলার প্রস্তুতি তুঙ্গে, ক্ষুদ্রশিল্পের পৃথক প্যাভিলিয়ন
ফুটপাথের দুই-তৃতীয়াংশ পথচারীদের জন্য এবং এক-তৃতীয়াংশ হকারদের বসার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। সোমবার কলকাতা হাইকোর্টও পুরসভা ও ভেন্ডিং কমিটির ওই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। ফুটপাথে হকারদের জন্য বরাদ্দ করে দেওয়া লাইন তাঁরা অতিক্রম করতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দোকান তুলে নেওয়া হকারদেরও আলোচনার মাধ্যমে অন্য জায়গা দেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছে পুরসভার তরফে। একপাশের দোকানপাট উঠে যাওয়ায় পথচারীদের জন্য জায়গা বেড়েছে, ফলে মানুষের চলাচল ওই ফুটপাথে অনেক মসৃণ হয়েছে।