রাস্তায় নেমে আবর্জনা বোঝাই লরি ধরলেন মেয়র

গত কয়েকমাস ধরে নির্মাণবর্জ্য ফেলে দক্ষিণ কলকাতায় পরপর পুকুর ভরাটের অভিযোগ জানিয়ে একাধিক ফোন এসেছে টক টু মেয়র-এ।

Must read

প্রতিবেদন: পুকুর ভরাট নিয়ে দূষণ প্রতিরোধে এবার নিজেই মাঠে নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সকালে জোকার দিকে যাওয়ার সময় মাঝেরহাট ব্রিজের কাছে কনভয় থামিয়ে রাস্তায় নেমে নিজেই আটকালেন নির্মাণবর্জ্য বোঝাই চারটি লরি। গত কয়েকমাস ধরে নির্মাণবর্জ্য ফেলে দক্ষিণ কলকাতায় পরপর পুকুর ভরাটের অভিযোগ জানিয়ে একাধিক ফোন এসেছে টক টু মেয়র-এ।

আরও পড়ুন-ফুটপাথে হকার, পুরসভার সিদ্ধান্তেই সায় আদালতের

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, দক্ষিণ ২৪ পরগনা থেকে এই নির্মাণবর্জ্য বোঝাই লরিগুলি এসে শহরের দক্ষিণাংশে পুকুর ভরাট করে। এই নিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। এদিন দক্ষিণ ২৪ পরগনা থেকে লরিগুলি মাঝেরহাট ব্রিজ হয়ে বেহালা চৌরাস্তার দিকে যাচ্ছিল। মেয়র লরিগুলিকে থামিয়ে চালকের কাছে চালান বা বৈধ নথি আছে কিনা জানতে চান। কোনও সদুত্তর না মেলায় স্থানীয় ট্রাফিক পুলিশ আধিকারিককে গাড়িগুলিকে আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র। ব্যাপক ক্ষোভ প্রকাশ করে ফিরহাদ হাকিম বলেন, নিয়ম হয়ে যাওয়ার পর, পুলিশকে জানানোর পর আবারও সেই একই ঘটনা। ১৫ বছরের পুরনো লরি, নম্বর প্লেটও নেই। গাড়িগুলির নম্বর লিখে নিয়েছি, পুলিশ কমিশনারকে দেব। পরিবেশ দূষণ, পুকুর ভরাটের বিরুদ্ধে এইভাবে আমাদের একার লড়াই অসম্ভব। আমি কমিশনারকে অনুরোধ করব, মাঝেরহাট ব্রিজের এই এলাকায় নজরদারি বাড়ালে পুকুর ভরাটের বাজে রোগে লাগাম দেওয়া যাবে। আমরা সিএনডি প্ল্যান্ট করেছি। সেখানেই বাধ্যতামূলকভাবে নির্মাণবর্জ্য ফেলতে হবে। আমি বিষয়টা মুখ্যমন্ত্রীকে বলব, কিন্তু গ্রাউন্ড অ্যাকটিভিটি না বাড়লে তিনিও কিছু করতে পারবেন না।

Latest article