প্রতিবেদন : উন্নত পরিকাঠামো। নতুন ভাবনা। পর্যটকদের আকর্ষণের কথা মাথায় রেখে বিদেশ থেকে এসেছে বাঘ। এসবের কারণেই আয় বাড়ল শিলিগুড়ির বেঙ্গল সাফারির। যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে বেঙ্গল সাফারির মোট আয় ছিল ৫ কোটি ৬৭ লক্ষ টাকা। সেখানে চলতি অর্থবর্ষে নভেম্বর মাসের মধ্যেই প্রায় পাঁচ কোটি টাকা আয় হয়েছে।
আরও পড়ুন-পূর্ব বর্ধমানে দুয়ারে সরকার, ৩ দিনেই আবেদন জমা ৭৮ হাজার
আর্থিক বছর শেষ হতে হতে আয় ৭ কোটি টাকা পেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল জু অথারিটির মেম্বার সেক্রাটারি সৌরভ চৌধুরি বলেন, টিকিট এবং স্যুভেনির বিক্রি ও স্টল ভাড়া মিলিয়ে মোট আয় পাঁচ কোটি টাকা হয়েছে। সাইবেরিয়া থেকে দুটি বাঘ আসার পরই রবিবার বেঙ্গল সাফারিতে উল্লুক ছাড়া হয়। বর্তমানে উল্লুকগুলি শেলটারে রয়েছে। এক সপ্তাহ পর সেগুলিকে এলক্লোজারে ছেড়ে দেওয়া হবে। এদিন বেঙ্গল সাফারিতে এসেছিলেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
আরও পড়ুন-খুলে গেল ভুটান সীমান্তের চাইনিস লাইন
বেঙ্গল সাফারিতে নতুন একটি টয়লেট ব্লকেরও তিনি উদ্বোধন করেন। পড়ুয়াদের কথা মাথায় রেখে বায়োডাইভার্সিটি বোঝার জন্য নতুন করে পরিকাঠামো তৈরি করা হয়েছে। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই সিংহ চলে আসবে। সেন্ট্রাল জু অথারিটি অফ ইন্ডিয়ার অনুমোদন ইতিমধ্যে চলে এসেছে। সিংহের জন্য পরিকাঠামো তৈরির কাজ চলছে। নতুন বছরে আশা করছি সিংহ সাফারি শুরু হয়ে যাবে।