পুরুলিয়ার শিল্পভূমে অনাবাদী জমিতে উন্নয়ন ভাবনা

রুখা জমিতে ফোয়ারা সেচের মাধ্যমে কম জলে কীভাবে চাষ করা যাবে, তাও হাতেকলমে কৃষকদের দেখিয়ে দিয়েছেন কৃষি আধিকারিকরা।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : রঘুনাথপুরে শিল্পতালুক এবং নিতুড়িয়ার কয়লাখনি অঞ্চলের গা-ঘেঁষে থাকা গ্রামীণ এলাকায় বিকল্প কৃষিতে মানুষকে উৎসাহ দিতে এগিয়ে এল পঞ্চায়েত সমিতি ও কৃষি দফতর। এই এলাকার সাতটি পঞ্চায়েতের গ্রামগুলিতে বহু অনাবাদী জমি রয়েছে। সেইসব জমিতে ডালশস্যের চাষ করা হবে। এ বিষয়ে এলাকার ৫০ জন কৃষককে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রুখা জমিতে ফোয়ারা সেচের মাধ্যমে কম জলে কীভাবে চাষ করা যাবে, তাও হাতেকলমে কৃষকদের দেখিয়ে দিয়েছেন কৃষি আধিকারিকরা।

আরও পড়ুন-পূর্ব বর্ধমানে দুয়ারে সরকার, ৩ দিনেই আবেদন জমা ৭৮ হাজার

অনাবাদী জমিগুলিও দেখা হয়েছে। সোমবার এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব। বলেন, রঘুনাথপুর শিল্পতালুকে নিতুড়িয়ার বেশ কিছুটা এলাকা রয়েছে। এছাড়া এখানকার দামোদর নদ সংলগ্ন এলাকাগুলিতে কয়লাখনি রয়েছে। শিল্প সকল মানুষকে কাজ দিতে পারে না। তাই কৃষি দফতর এখানকার আগ্রহী কৃষকদের বিকল্পচাষে সহায়তা দিচ্ছেন।
এলাকার প্রবীণ তৃণমূলকর্মী গুনারাম গোপ বলেন, আগে প্রবাদ ছিল চেলিয়ামার বাজনা, নন্দাড়ার খাজনা, ইছরের কাদা, দুরমটের আদা বিখ্যাত। আদা একটি বিকল্প চাষ। এখানে সেটা হত। এখন দুরমট শিল্পতালুকে রয়েছে। তবে এখানকার জমি যে উর্বর, তা কৃষকেরা জানেন।

আরও পড়ুন-নতুন বছরে ত্রিপুরা থেকে আসছে সিংহ, চলছে পরিকাঠামো তৈরির কাজ

জেলা কৃষি দফতরের প্রকল্প আধিকারিক মোহনলাল মুর্মু বলেন, স্থানীয় মানুষের আগ্রহ দেখেই তাঁরা কৃষকদের প্রশিক্ষণ দিয়েছেন। চলতি মরশুমেই এই ব্লকে ডালশস্যের চাষ শুরু হবে।

Latest article