প্রতিবেদন : বাংলার বকেয়া আদায়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ সাংসদকে সঙ্গে নিয়ে আগামী কাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘদিন ধরে বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রীকে জানিয়েও কোনও ফল হয়নি। একশো দিনের কাজের টাকা-সহ আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই টাকা ফেরানোর দাবিতে ধুন্ধুমার আন্দোলন হয়েছে দিল্লি থেকে কলকাতা— সর্বত্র। তারপরেও ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত ও প্রতিহিংসার কারণে টাকা দেয়নি বিজেপি সরকার। তাই বাংলার দাবি আদায়ে ফের প্রধানমন্ত্রীর দরবারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে ১০ জন সাংসদ সঙ্গে যাবেন, তাঁরা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, কল্যান বন্দ্যোপাধ্যায়, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, প্রতিমা মন্ডল, প্রকাশচিক বাড়াইক, শতাব্দী রায় এবং নাদিমুল হক।
আরও পড়ুন- আজ ইন্ডিয়ার বৈঠক