প্রতিবেদন : নিজেদের জায়গা থেকে সব সময়ই সেরা রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission)। নয়া পালক জুড়েছে এই প্রতিষ্ঠানের মুকুটে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার’-এ ভূষিত করেছে।
পাশাপাশি এই প্রতিষ্ঠান আরও বিস্তার লাভ করল। জলপাগুড়ি জেলার সাহুডাঙ্গিহাটে রামকৃষ্ণ মিশনের একটি নতুন শাখাকেন্দ্র স্থাপন করা হল। এ ছাড়াও ভিন রাজ্যে ভুজ (গুজরাট), চেনগাঁও (তামিলনাড়ু) ও যদাদ্রি ভুবনগিরিতে (তেলেঙ্গানা) রামকৃষ্ণ মঠের নতুন শাখাকেন্দ্রের সূচনা হয়েছে। প্রসঙ্গত, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) ২৪টি দেশে ৯৬টি শাখাকেন্দ্র ও উপকেন্দ্র রয়েছে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী-অভিষেক সঙ্গে দশ সাংসদ