বাংলাতেই সবচেয়ে সুখে সংখ্যালঘুরা : ফিরহাদ

Must read

প্রতিবেদন : দেশের মধ্যে বাংলাতেই সবচেয়ে সুখে-শান্তিতে রয়েছেন সংখ্যালঘুরা। স্বস্তিতে রয়েছেন তাঁরা। শুধু তাই নয়, সংখ্যালঘুদের আর্থ–সামাজিক উন্নয়নে ভারতের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলাই এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগেই৷ সবদিক থেকে সকলের উন্নয়নের কর্মযজ্ঞ সমানতালে করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন পুর এবং নগরোন্নোয়নমন্ত্রী কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ তাঁর অনুভূতি, বাম আমলে সংখ্যালঘু বা মুসলিমদের সবসময় যেন একটা পাশে আলাদাভাবে রেখে দেওয়ার প্রবণতা ছিল৷ ওরা ঠিক আছে৷ কিন্তু এই আমরা-ওরা দূরত্বটা মুছে দিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফিরহাদ (Firhad Hakim) বলেন, সংখ্যালঘুদের ‘ওরা’ করে না রেখে, ‘আমরা সকলে’—এই অনুভূতি তিনি জাগিয়ে তুলেছেন সাধারণ মানুষের মনে। সকলকে নিয়ে চলার মনোভাবের কারণেই দেশের মধ্যে শুধুমাত্র বাংলাতেই নিজেদের অধিকার নিয়ে সম্মানের সঙ্গে জীবন নির্বাহ করছেন সংখ্যালঘুরা। সংখ্যালঘুরা নিজেদের অধিকার নিয়েই রয়েছে৷ দেশের অন্যান্য রাজ্যে কী খাব, কী পরব, ধর্মীয় আচার কীভাবে করব সেটাও ঠিক করে দিচ্ছে সেখানকার সরকার৷ বিজেপি সরকারের নাম না নিয়ে ফিরহাদ বলেন, গণতন্ত্র ভেঙে দিয়ে পুরো দেশের উপরে একদলীয় শাসন স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কৌশলে৷ একইসঙ্গে সংখ্যালঘুদের অধিকারকে খর্ব করে দিচ্ছে তারা৷ সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে বিচারব্যবস্থার ভূমিকার কথাও উঠে আসে ফিরহাদ হাকিমের বক্তব্যে।

আরও পড়ুন- এবার রামকৃষ্ণ মিশনের মুকুটে জুড়ল নতুন পালক

Latest article