প্রতিবেদন : নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে জয়ে ফিরেছে মোহনবাগান। লিস্টন কোলাসোদের সামনে এবার মুম্বই সিটি এফসি (Mohun bagan- Mumbai city)। বুধবার ম্যাচ। মঙ্গলবার সকালে প্র্যাকটিস করেই মুম্বই উড়ে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের জন্য সুখবর, এক ম্যাচের নির্বাসন কাটিয়ে ডাগআউটে ফিরছেন জুয়ান ফেরান্দো।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুম্বইকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান (Mohun bagan- Mumbai city)। যদিও সোমবার সাংবাদিক সম্মলনে এসে জুয়ান বলে দিলেন, ‘‘ডুরান্ডের জয় অতীত। তখন সবে মরশুম শুরু হয়েছে। মুম্বই দারুণ শক্তিশালী দল। তার উপর শেষ দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। তাই মরিয়া হয়ে ঝাঁপাবে। আমাদের সতর্ক থাকতে হবে।’’
মোহনবাগান কোচ আরও যোগ করেন, ‘‘তবে আমরাও আত্মবিশ্বাসী। অ্যাওয়ে ম্যাচ হলেও তিন পয়েন্টের জন্য ঝাঁপাব। ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে জয় পেতে সমস্যা হবে না।’’ বিপক্ষের অন্যতম সেরা প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন না জুয়ান। তাঁর সাফ কথা, ‘‘স্টুয়ার্ট নয়, আমি গোটা মুম্বই দলকে নিয়ে ভাবছি।’’
জুয়ানের সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন হুগো বুমোস। তিনিও বলছেন, ‘‘লড়াইটা এগারো জনের বিরুদ্ধে এগারো জনের। মুম্বইয়ের মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে হলে, গোটা দলকে ভাল খেলতে হবে। আমি একা ম্যাচের ফলাফলে কোনও প্রভাব ফেলতে পারব না। তবে দল আগের ম্যাচে দারুণ খেলেছে। এই ছন্দ মুম্বই ম্যাচেও ধরে রাখতে হবে।’’
আরও পড়ুন- ২০৩৪ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় ভারত