মোদি-শাহ মুর্দাবাদ: সংসদ ভবনের বাইরে ঐক্যবদ্ধ বিরোধীরা, প্রতিবাদ সুদীপ-মল্লিকার্জুনদের

Must read

সংসদে হামলার জেরে আলোচনা চেয়েছিলেন বিরোধী সাংসদরা। এর জেরে কণ্ঠরোধ করা হয়েছে বিরোধী দলের সাংসদদের। লোকসভা রাজ্যসভা মিলিয়ে ৯২ জন সাংসদকে বহিষ্কৃত করা হয়েছে। যা বেনজির। এর এর জেরে সংসদ ভবনের বাইরে আবারও ঐক্যবদ্ধ বিরোধীরা। প্রতিবাদে সামিল হয়ে অবস্থান বিক্ষোভ (Opposition Agitation) করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শরদ পাওয়ার, দোলা সেন, শতাব্দী রায়, মালা রায়, মল্লিকার্জুন খাড়্গে, অপরূপা পোদ্দার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তাঁদের প্রশ্ন কেন বরখাস্ত করা হল ৯২ জন বিরোধী সাংসদকে? সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে উত্তর দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী-প্রধানমন্ত্রীকে। বিরোধীদের স্লোগান, মোদি-শাহ মুর্দাবাদ… এই পরিস্থিতিতে সংসদ ভবনের বাইরে কার্যত ‘গরম’ হাওয়া বইছে।

৯২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে এবং সংসদে হামলাকাণ্ড প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে প্রথমে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ (Opposition Agitation) শুরু করে বিরোধীরা। পরে সংসদ ভবনের যে মূল প্রবেশদ্বার তার সিঁড়িতে বসে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিরোধী দলের সাংসদেরা। পাশাপাশি, মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার পাস জোগাড় করে অভিযুক্তেরা সংসদে প্রবেশ করেছিলেন, তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বিরোধী দলের সাংসদরা। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের পদত্যাগের দাবিও তুলেছেন। অবস্থান বিক্ষোভে রয়েছেন ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির সাংসদেরা। বিক্ষোভে যোগ দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে, অধীর চৌধুরী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী সাংসদ। সোমবারের পর মঙ্গলবারেও হইহট্টগোল হয় সংসদ ভবনে। গন্ডগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করা হয় লোকসভার শীতকালীন অধিবেশন।

আরও পড়ুন- চিনে ভূমিকম্প প্রাণ কাড়ল শতাধিকের, আহত বহু

মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে সামিল হতে চলেছেন বিরোধীরা। এর আগেই আজ সংসদ ভবনের বাইরে আরও একবার বিরোধীদের একজোট হওয়ার ছবি দেখা গেল। লোকসভায় লড়াই জোরদার হতে চলেই তা বারবার বিরোধীরাই প্রমাণ করে দিচ্ছেন।

Latest article