চিনে ভূমিকম্প প্রাণ কাড়ল শতাধিকের, আহত বহু

Must read

চিনে ভয়াবহ ভূমিকম্প (Earthquake in China)। স্থানীয় সময় সোমবার রাতে কম্পন অনুভূত হয় গানুস এবং কিংহাই প্রদেশে। গানুসের রাজধানী থেকে ১০০ কিমি দূরে ভুমিকম্পের উৎসস্থল বলে খবর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১৬। আহত কমপক্ষে ২৩০।

আরও পড়ুন- আজ আইপিএল নিলাম, স্টার্ককে চায় কেকেআর

ভূমিকম্পের (Earthquake in China) জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়ে রয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে একেবারে তছনছ বহু এলাকা, নেই বিদ্যুৎ। প্রেসিডেন্ট শি জিনপিং ওই দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

Latest article