আজ আইপিএল নিলাম, স্টার্ককে চায় কেকেআর

Must read

মুম্বই: আর মাত্র কয়েকটা ঘণ্টা। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ১টা থেকে দুবাইয়ে শুরু হবে আইপিএলের (IPL Auction 2024) নিলাম। এই প্রথমবার কোনও আইপিএল নিলামের (IPL Auction 2024) আসর বসছে দেশের বাইরে। শুধু তাই নয়, এই প্রথমবার আইপিএল নিলাম পরিচালনা করবেন কোনও মহিলা সঞ্চালক। তিনি মল্লিকা সাগর।
মঙ্গলাবারের নিলামে উঠছেন ৩৩৩ জন ক্রিকেটার। যার মধ্যে ২১৪ জন ভারতীয়। বাকি ১১৯ জন বিদেশি। এঁদের মধ্যে মোট ১১৬ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ২১৭ জনের মধ্যে ২১৫ জন আইসিসির পূর্ণ সদস্য দেশের ঘরোয়া ক্রিকেট খেলেন। বাকি দু’জন সহযোগী দেশের ঘরোয়া ক্রিকেট খেলেন।
তবে এঁদের মধ্যে সবার নজর থাকবে মিচেল স্টার্কের দিকে। বাঁ হাতি অস্ট্রেলীয় পেসার শেষবার আইপিএল খেলেছিলেন সেই ২০১৫ সালে। স্টার্ককে পেতে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। মেন্টর গৌতম গম্ভীর টিমে একজন অভিজ্ঞ বাঁ হাতি পেসার চাইছেন। শুধু কেকেআর নয়, আরও চারটি ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে স্টার্কের দিকে। তাই ২ কোটি টাকা বেস প্রাইজের বাঁ হাতি পেসারের দর আকাশ ছুঁতে পারে।
যদি স্টার্ক হাতছাড়া হন, সেই সম্ভাবনার কথা মাথায় রেখে ‘প্ল্যান বি’ তৈরি রাখছে কেকেআর শিবির। তিনি হলেন শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার দিলশন মদুশঙ্কা। এবারের বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মদুশঙ্কা। পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও সচ্ছন্দ তিনি। উপমহাদেশের উইকেটে মদুশঙ্কার অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
এর সঙ্গে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেলের জন্যও ঝাঁপাবে কেকেআর। এমনকী, ছেড়ে দেওয়া শার্দূল ঠাকুরকে যদি কম দামে পাওয়া যায়, তাহলে ফের নিতে পারে নাইটরা। সেক্ষেত্রে আন্দ্রে রাসেলের পর আরও একজন অলরাউন্ডারের সংখ্যা দলে বাড়বে। নিলামে খরচ করার জন্য কেকেআরের হাতে রয়েছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা। এর থেকে বেশি অর্থ রয়েছে আর মাত্র দু’টি ফ্র্যাঞ্চাইজির হাতে। গুজরাট টাইটান্স (৩৮ কোটি ১৫ লক্ষ) এবং সানরাইজার্স হায়দরাবাদ (৩৪ কোটি)। সবথেকে কম অর্থ (১৩ কোটি ৫০ লক্ষ) লখনউ সুপারজায়ান্টসের হাতে।
আলাদা করে নজর থাকবে ঋষভ পন্থের দিকেও। ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন পন্থ। খবর, তাঁকে এবারের আইপিএলে ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে দিল্লি ক্যাপিটালস। নিলামে রয়েছেন বাংলার ৯ জন ক্রিকেটারও। এঁরা হলেন ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরন, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধি ও রবি কুমার। এঁদের মধ্যে অতীতে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু ঈশান ও ঋত্বিকের। দু’জনেই পাঞ্জাব কিংসে ছিলেন। তবে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন একমাত্র ঈশান।

আরও পড়ুন- ২০২৪-এ আসছে দিন ওদের মুখের ওপর জবাব দিন

Latest article