অবশেষে হুঁশ ফিরল রেলের, ভাঙা হবে ৬০টি জলের ট্যাঙ্ক

Must read

সংবাদদাতা, বর্ধমান : চার-চারটে তরতাজা প্রাণ ও ৩৯ জন গুরুতরভাবে জখম হওয়ার পর অবশেষে রেলের হুঁশ ফিরল। পূর্ব রেলের বিভিন্ন স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় থাকা ৬০টি ট্যাঙ্ক ভেঙে (Water Tank) ফেলার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এর মধ্যে প্লাটফর্মের উপরেই থাকা ১২টি ও স্টেশনচত্বরে থাকা ৪৮টি ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। শুধু তাই নয় ৬০ বছরের পুরনো কংক্রিটের তৈরি ট্যাঙ্কও ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে থাকা ১৩৩ বছরের পুরনো জলের ট্যাঙ্ক (Water Tank) ভেঙে মৃত্যু হয় ৪ জনের আহত হন প্রায় ৩৯ জন। তারপরও যে রেল জল ট্যাঙ্ক নিয়ে কতটা উদাসীন তা গত শুক্রবার জাগো বাংলা পত্রিকায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। জল ট্যাঙ্ক নিয়ে জাগো বাংলার প্রতিবেদনে যে দাবী করা হয় তা কতটা যুক্তিযুক্ত তা রেলের তরফে নেওয়া এই সিদ্ধান্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আরও পড়ুন- ২০২৪-এ আসছে দিন ওদের মুখের ওপর জবাব দিন

Latest article