দ্রোণাচার্য পুশিলাল, অর্জুন শামি, ঐহিকা ও অনুষ

Must read

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি। বুধবার জানিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে অর্জুন পাচ্ছেন বাংলার আরও দুই ক্রীড়াবিদ। টেবল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়েস্ট্রিয়ানে অনুষ আগরওয়াল। দ্রোণাচার্য পুরস্কার (Dronacharya award) (লাইফটাইম ক্যাটাগরি) পাচ্ছেন বাংলার টেবল টেনিস কোচ জয়ন্ত কুমার পুশিলাল (Jayant Kumar Pushilal)।
এছাড়া দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রাংকিরেড্ডি এবং চিরাগ শেঠি। বিভিন্ন ক্ষেত্রের সব মিলিয়ে মোট ২৭ জন ক্রীড়াবিদ এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন। শামি এবং ঐহিকা ছাড়া এই তালিকার উল্লেখযোগ্য নাম মহিলা হকি তারকা সুশীলা চানু, তিরন্দাজির অদিতি গোপীচাঁদ স্বামী, অ্যাথলেটিক্সের মুরলী শ্রীশঙ্কর, শুটিংয়ের ঐশ্বর্য সিং তোমর, কুস্তির সুনীল কুমার, উশুর নাওরেম রোশিবিনা দেবী প্রমুখ। প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন শামি। টুর্নামেন্টের সর্বোচ্চ ২৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। অন্যদিকে, ঐহিকা বাংলার আরেক মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রসঙ্গত, মেয়েদের টেবল টেনিসের ডাবলসে এই প্রথমবার এশিয়াডে পদক জিতেছিল ভারত।

আরও পড়ুন- ধোনির পরামর্শ মেনে ক্রিকেটার নিয়েছে সিএসকে

Latest article