প্রতিবেদন : আর হাতেগোনা কয়েকদিন পরেই শহরে বড়দিনের মহোৎসব। বর্ষশেষে উৎসবের আমেজে মাততে তৈরি হচ্ছে কলকাতা। সেজে উঠছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক। তার আগে পথচারীদের সমস্যার কথা ভেবে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। ফুটপাথে রাস্তা আটকে কেকের পসরা সাজিয়ে ব্যবসা করলে এবার জরিমানা করবে পুরসভা। খাদ্যভবনের সামনে ফুটপাথ আটকে ব্যবসা করা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের ক্ষোভ প্রকাশের পরেই কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-রাজ্যে ভূগর্ভস্থ জলের ভাণ্ডারের হাল ফেরাতে নতুন প্রকল্প, জানুয়ারি মাস থেকেই শুরু সমীক্ষা
বড়দিনের মরশুমে ধর্মতলা, নিউমার্কেট চত্বরে রাস্তার দু’ধারে ফুটপাথ দখল করে কেক-পেস্ট্রি সাজিয়ে ব্যবসা করলেই এবার থেকে ৫০০ টাকা জরিমানা নেবে পুরসভা। শুধু তাই নয়, এই নির্দেশ জারি হওয়ার পরেই ধর্মতলা ও নিউমার্কেট এলাকায় অভিযানও চালানো হয়েছে। ফুটপাথে যেখানে-সেখানে রাস্তা আটকে কেকের ব্যবসায় পথচারীরা ব্যাপক সমস্যার মুখোমুখি হন। বেশিরভাগ সময় পসরায় ধাক্কাও খেতে হয়। পথচারীদের এই সমস্যা সমাধানেই পুরসভার এই পদক্ষেপ। এবার থেকে ফুটপাথ আটকে কেকের দোকান দিয়ে ধরা পড়লেই ৫০০ টাকা দিতে হবে পুরসভাকে।
আরও পড়ুন-টেট মামলায় নতুন মোড়
এখানেই শেষ নয়, তারপর থেকে প্রত্যেকদিন ব্যবসা করার জন্য পুরসভাকে ৫০০ টাকা করে দিতে হবে। এই বিপুল জরিমানা না দিতে পেরে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। পুরসভা জানাচ্ছে, ধরা পড়লে ব্যবসায়ীকে প্রথমে নোটিশ দেওয়া হবে। তারপরও পুরসভার নির্দেশ না মানলে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা নেওয়া হবে। মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি জানিয়েছেন, দোকানের বাইরে পসরা কেকের সাজিয়ে ব্যবসা করা যাবে না। নিয়মানুযায়ী, যতটুকু দোকান তার মধ্যে থেকেই ব্যবসা করতে হবে। এর জন্য পথচারীরা রাস্তায় হাঁটতে পারবেন না, এটা হতে পারে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।