পশ্চিম মেদিনীপুর (West Midnapur) জেলা দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায় হঠাৎ করেই একটি রুপোর কারখানায় (Silver factory) আগুন লেগে যায়। প্রতিদিনের মতোই এদিনও কর্মচারীরা সেখানে কাজ করছিলেন। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার ফেটে যায় সেখানে। গুরুতর আহত হয়েছেন ছয়জন কর্মী। তাঁদের মধ্যে তিনজন নাবালক।
আরও পড়ুন-পারদ ১০-এর কাছে, শীতের দাপট বাড়ছে জঙ্গলমহলে
রুপোর কারখানায় এদিন কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। নিমেষের মধ্যেই আগুনে ঝলসে যায় শ্রমিকরা। তাঁদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে গিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল দাসপুর থানার পুলিশ সেটা খতিয়ে দেখছে। জানা গিয়েছে, কারখানার ভিতরে অনেক ছোট সিলিন্ডার ছিল। ভিতরে গ্যাস ভরা ছিল। হঠাৎ সেটা ফেটে যায় আর তার ফলেই এই দুর্ঘটনা ঘটে।