পারদ ১০-এর কাছে, শীতের দাপট বাড়ছে জঙ্গলমহলে

আবহাওয়াবিদদের পূর্বাভাস, এবার শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে পুরোপুরি শীত পড়তে না পড়তে নাজেহাল বহু বয়স্ক মানুষ

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : জেলায় শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। পাশাপাশি ছড়িয়ে পড়ছে শীতের আমেজও। জঙ্গলমহলের মানুষজন সন্ধ্যা নামার আগেই ঠান্ডার তীব্রতা অনুভব করছেন। সেই সঙ্গে ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে আকাশ। চারিদিক ঘন কুয়াশার দাপটে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে যানবাহন চালকেরা। জঙ্গলমহলের বিভিন্ন জেলা বিশেষত ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে সকালের দিকে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। এককথায়, শীতের আমেজ ভালই অনুভব করছেন ঝাড়গ্রামবাসী।

আরও পড়ুন-রিল বানাতে গিয়ে ট্রেনের ধা.ক্কায় মৃ.ত্যু তিন কিশোরের

আবহাওয়াবিদদের পূর্বাভাস, এবার শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে পুরোপুরি শীত পড়তে না পড়তে নাজেহাল বহু বয়স্ক মানুষ। গ্রামেগঞ্জে শীতের দাপট থেকে রক্ষা পেতে আগুন পোহানো শুরু করেছেন বয়স্ক থেকে এমনকী কচিকাঁচারাও। আর যথারীতি শীত পড়তেই খেজুররস-কাটা, নতুন গুড় বা পাটালি তৈরির কাজ শুরু করে দিয়েছেন শিউলি থেকে জেলার গুড়ের কারিগরেরা।

Latest article