রিল বানাতে গিয়ে ট্রেনের ধা.ক্কায় মৃ.ত্যু তিন কিশোরের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আহিরণ ব্রিজটি সম্প্রতি সংস্কার ও রং করার পর নিয়মিত কিছু যুবক-যুবতী সেখানে 'রিল' বানাতে আসেন।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ফেসবুকে পোস্ট করার জন্য ‘রিল’ বানাতে গিয়ে বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতিতে ফিডার ক্যানেলের উপর আহিরণ ব্রিজে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তিন কিশোরের। গুরুতর জখম আরও দুই কিশোর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

আরও পড়ুন-সুপার কাপ ডার্বি ১৯ জানুয়ারি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আহিরণ ব্রিজটি সম্প্রতি সংস্কার ও রং করার পর নিয়মিত কিছু যুবক-যুবতী সেখানে ‘রিল’ বানাতে আসেন। বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ তেমনই আসে পাঁচ কিশোর। আহিরণ ব্রিজে দাঁড়িয়ে তারা সমাজমাধ্যমে পোস্ট করার জন্য একটি ‘রিল’ বানাচ্ছিল। সেই সময়ে আচমকাই জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী একটি ট্রেন দ্রুতগতিতে ব্রিজের উপর চলে আসায় রেললাইনে দাঁড়িয়ে থাকা পাঁচজনের কেউই সরে যাওয়ার সময় পায়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আমাউন শেখ (১৪), রফিক শেখ (১৬)এবং সামিউল শেখের (১৭)। তিনজনেরই বাড়ি সুতির ইংলিশ-সাহাপাড়ায়। হত ও আহতেরা পরস্পরের বন্ধু ছিল বলে জানান স্থানীয়রা। জঙ্গিপুর পুলিস জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘ঘটনাটি রেল পুলিশের এলাকায় হয়েছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু এবং দুজন আহত হয়েছে।’

Latest article