সুপার কাপ ডার্বি ১৯ জানুয়ারি

প্রতিযোগিতার সব ম্যাচই হবে ভুবনেশ্বরে। আগেই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছিল। দুই প্রধান রয়েছে একই গ্রুপে।

Must read

প্রতিবেদন : পুজোর সময় আইএসএলের ডার্বি স্থগিত হওয়ার পর এখনও নতুন দিনক্ষণ জানায়নি এফএসডিএল। তার আগে সুপার কাপের ডার্বির দিন জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ১৯ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি।

আরও পড়ুন-বারবার খাজ্জিয়ার

প্রতিযোগিতার সব ম্যাচই হবে ভুবনেশ্বরে। আগেই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছিল। দুই প্রধান রয়েছে একই গ্রুপে। ৯ জানুয়ারি উদ্বোধনী দিনেই নামছে কলকাতার দুই বড় দল। কলিঙ্গ স্টেডিয়ামে দুপুর দুটোয় ক্লেটন সিলভাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। সেদিন সন্ধ্যা সাড়ে সাতটায় মোহনবাগান খেলবে আই লিগের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে। ডার্বির আগে দুই প্রধান শেষ ম্যাচ খেলতে নামবে ১৪ জানুয়ারি। সেদিন দুপুর দুটোয় সবুজ-মেরুনের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। সন্ধ্যা সাড়ে সাতটায় ইস্টবেঙ্গল খেলবে আই লিগের ক্লাবের বিরুদ্ধে। প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল হবে যথাক্রমে ২৪ ও ২৫ জানুয়ারি। ফাইনাল ২৮ জানুয়ারি। আই লিগের ক্লাবগুলোকে যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে।

Latest article