প্রতিবেদন : প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির কর্তব্যপথে এবার দেখা যাবে বাংলার কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে বাংলার থিম নারীশিক্ষা। তার মধ্যেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পকে। রাজ্যের তরফে ইতিমধ্যেই ট্যাবলোর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোর জন্য বিকশিত ভারত এবং ভারতের গণতন্ত্র শীর্ষক দুটি থিম দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার বিকশিত ভারতের ওপর ট্যাবলো তৈরির সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, রাজ্যের তরফে ইতিমধ্যেই ট্যাবলোর নমুনা-সহ সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে বিকশিত ভারত প্রকল্পের আওতায় কন্যাশ্রী প্রকল্পকে ফোকাস করে মহিলাদের শিক্ষা নিয়ে ট্যাবলো তৈরির সমস্ত কাজ শেষ মুহূর্তে। পুরো বিষয়টির সমন্বয়ের দায়িত্বে রয়েছে দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনের দপ্তর।
২০২৪ প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ভারতের তরফে প্রজাতন্ত্র দিবসে (Republic Day) আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও। যদিও তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। গত বছরেও বাংলার থিম ছিল নারী শক্তি।
আরও পড়ুন- বিজেপি সরকারের পুরস্কার ফেরালেন র্যাট হোল মাইনার্সরা, নামমাত্র টাকায় কী হবে, ক্ষোভ