রাঁচি, ২২ ডিসেম্বর : মহেন্দ্র সিং ধোনির দেশপ্রেমের কথা কারও অজানা নয়। আর্ন্তজাতিক ক্রিকেট খেলাকালীন ছুটির ফাঁকে প্রায়শই তাঁকে ভারতীয় সেনার পোশাকে দেখা যেত। আইপিএল থেকে অবসর নেওয়ার পর তিনি কীভাবে সময় কাটাবেন জানতে চাওয়ায় ধোনি জানিয়ে দিলেন তিনি আরও বেশি করে ভারতীয় সেনাদের সঙ্গে সময় কাটাতে চান। ২০২০ সালে জাতীয় দলকে বিদায় জানালেও আইপিএলে এখনও খেলছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন-বিরোধীশূন্য লোকসভায় বিল পাশ, তীব্র সমালোচনা বিমানের, বিধানসভায় চাই উচ্চমানের আলোচনা
সম্ভবত চেন্নাইয়ের জার্সিতে আসন্ন আইপিএলে শেষবার খেলতে নামবেন তিনি। অবসর প্রসঙ্গে ধোনি বলেছেন, আমি এখনও খেলছি। তাই এতকিছু ভাবিনি। তবে এটা নিশ্চিত আইপিএলও যখন খেলব না তখন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর চেষ্টা করব। আমি গত কয়েক বছর সেনাদের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারিনি। প্রসঙ্গত প্যারা রেজিমেন্টের প্রশিক্ষণ নেওয়া আছে ধোনির। তিনি ২০১১ সালে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদাও পেয়েছিলেন।