করোনা রিপোর্ট পজেটিভ এলেই করতে হবে জিনোম সিকোয়েন্সিং

বিশ্বজুড়ে নতুন করে করোনার (Corona) উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে সতর্ক বার্তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে

Must read

বিশ্বজুড়ে নতুন করে করোনার (Corona) উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে সতর্ক বার্তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। বুধবার স্বাস্থ্যসচিব, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে করোনা আক্রান্তদের আরটি-পিসিআর (RTPCR) টেস্টের ওপর বেশি নজর দেওয়ার কথা বলা হয়। রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে পজেটিভ কোভিড স্যাম্পেল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে। আরটি-পিসিআর পরীক্ষায় নমুনার রিপোর্ট পজেটিভ এলেই তার স্যাম্পেল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য আইএনএসএসিওজি ল্যাবরেটরিতে পাঠানো হবে।

আরও পড়ুন-সেনাবাহিনীর সঙ্গে আরও সময় কাটাব, অবসর পরিকল্পনায় ধোনি

উল্লেখ্য, গত দু’সপ্তাহে দেশে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৭০০। শুক্রবার পশ্চিমবঙ্গে তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ অতি সংক্রামক। এই সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের তরফে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিকে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তিনি রাজ্যের তরফে কোনও গাইডলাইন এলে রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ দিয়েছেন।

Latest article