ভারত মহাসাগরে (Indian Ocean) একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সূত্রের খবর, এই হামলায় একটি বাণিজ্য জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ ডিসেম্বর জাহাজটিতে ড্রোন হামলা (drone attack) চালানো হয়। হামলায় কেউ নিহত হয়নি যদিও তবে জাহাজটির সঙ্গে ইজরায়েল যোগ পাওয়া এগিয়েছে।ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স এই মর্মে জানিয়েছে, একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে যার ফলে তীব্র বিস্ফোরণ ঘটে। আনক্রুড এরিয়েল সিস্টেম থেকে হামলা চালানো হয়েছে। গুজরাের ভেরাভাল উপকূলের থেকে একটু দূরেই হামলা হয় ওই জাহাজের ওপর। লিবিয়ার পতাকা লাগানো ছিল জাহাজটিতে। এছাড়া ছিল রাসায়নিক ট্যাঙ্কার।
আরও পড়ুন-নতুন বছরে এসএসকেএমে ক্যাশলেস পরিষেবা
যদিও ঘটনার অনেকটা সময় অতিবাহিত হয়ে গেলেও কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ওদিকে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। গুজরাতের ভেরাভাল উপকূল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভারত মহাসাগরের বুকে এই ড্রোন হামলা চালানো হয়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনীয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।