শীতের আমেজে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকাংশে বেড়েছে।

Must read

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ছাড়াও আগামী দুদিন রাজ্যের পাঁচ জেলায় (district) বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন কলকাতার (Kolkata) আকাশ মেঘলা থাকবে। আগামী কয়েক দিন দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। শনিবার রাজ্যের মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে। কিন্তু হঠাৎ এমন অসময়ে এই বৃষ্টি সকলকেই ভাবাচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকাংশে বেড়েছে। শুধু তাই নয়, পঞ্জাবের দিক থেকে উত্তুরে ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে।

আরও পড়ুন-ভারত মহাসাগরে জাহাজে এবার ড্রোন হা.মলা, ত.দন্তে নৌবাহিনী

উত্তরের জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। রবিবার থেকে গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। সোমবার হল বড়দিন। সেদিন থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাপমাত্রা দক্ষিণের জেলার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে। কনকনে শীত সামগ্রিক ভাবে কিছুটা হলেও কমবে।

Latest article