প্রতিবেদন : হিজাব-নিষেধাজ্ঞা (Karnataka- Hijab) তুলে নেওয়া হল কর্নাটকে। রাজ্যে সরকার বদলের পর এভাবেই আগের বিজেপি সরকারের নির্দেশ খারিজ করল বর্তমান কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পরই হিজাব ইস্যুতে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন সিদ্দারামাইয়া। এবার সেই আশ্বাসমতো শিক্ষাঙ্গনে হিজাবের উপর থেকে সরে যাচ্ছে নিষেধাজ্ঞা। কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ঘোষণা করেন, পূর্বতন বিজেপি সরকারের আমলে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এখন থেকে তা প্রত্যাহার করা হল। সিদ্দারামাইয়া সাফ জানান, কে, কোথায়, কী পোশাক পরবেন, সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ। উল্লেখ্য, কর্নাটকের আগের ডবল ইঞ্জিন সরকার হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করে সাফ জানিয়েছিল স্কুলের ইউনিফর্ম পরে ক্লাস করতে হবে। হিজাব (Karnataka- Hijab) পরে কোনওমতেই শিক্ষাঙ্গনে ঢোকা যাবে না।
এদিকে শুক্রবারই মাইসুরুতে একটি কর্মসূচিতে যোগ দিয়ে সিদ্দারামাইয়া বলেন, আর কোনও বাধা রইল না। এবার হিজাব পরে যে কোনও জায়গায় যাওয়া যেতে পারে। তবে যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার সংক্রান্ত বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। আর সেকারণেই কর্নাটকের মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে জল্পনা ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কর্নাটকের কংগ্রেস সরকার বিভিন্ন আইনি দিক খতিয়ে দেখেই পূর্বতন বিজেপি সরকারের আমলে জারি করা ওই নির্দেশিকা প্রত্যাহার করেছে। গত বছরের গোড়াতেই হিজাব পরে শিক্ষাঙ্গনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন বিজেপি সরকার। বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
হিজাব নিষেধাজ্ঞা উঠল কর্নাটকে
বিজেপির সিদ্ধান্ত খারিজ করলেন সিদ্দারামাইয়া