প্রতিবেদন : আজ রাজ্য জুড়ে টেট। সতর্ক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সতর্ক প্রশাসনও। এদিকে টেটের দিনই গীতা পাঠের অনুষ্ঠান করছে বিজেপি। কার্যত ইচ্ছে করেই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তারা। তবে আদালত দিলীপ ঘোষের টেটের দিন পিছোনোর আবেদনকে কার্যত খারিজ করে দিয়েছে। টেটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পর্ষদ। জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইলেকট্রনিক গ্যাজেট, সোনার গয়না ইত্যাদি পরে ঢোকা যাবে না।
আরও পড়ুন-সুরে ভাসবে তিলোত্তমা, ২৫-এ শুরু সঙ্গীতমেলা
পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না। পরীক্ষার্থীদের জন্য সাড়ে ৯টা থেকেই গেট খুলে দেওয়া হবে। পরীক্ষা শুরু বেলা ১২টা থেকে।
এবার পরীক্ষা হবে টু প্লাই সিস্টেমে। পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীরা অরিজিনাল অর্থাৎ গোলাপি রঙের কপিটি জমা দেবেন। আর ডুপ্লিকেট অর্থাৎ সবুজ রঙের কপি বাড়ি নিয়ে যাবেন। পরীক্ষাকেন্দ্রে গার্ডরা মোবাইল নিয়ে যেতে পারবেন না। নির্দিষ্ট ঘরে সবাইকে ফোন রাখতে হবে। এমনকি প্রয়োজনে কথা বলতে হলে, সেখানে গিয়ে কথা বলার ক্ষেত্রে লগ বুকে তা নথিভুক্ত করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে মেটাল ডিটেকটর দিয়ে চেকিং হবে। রাজ্য জুড়ে ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা দেবে প্রায় ৩ লক্ষ ৯ হাজার ৫৪জন পরীক্ষার্থী।
আরও পড়ুন-কুণালের সঙ্গে বৈঠকে এসে বিস্ফো.রক দাবি করলেন চাকরিপ্রার্থীরা, ২৭ লক্ষ নিয়ে প্রতা.রণা বিকাশের
রবিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা। তাই ছুটির দিন হলেও সকাল থেকেই চালানো হবে মেট্রো। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে।