যানজট এড়াতে নয়া উড়ালপুল বাইপাসে, ১ হাজার কোটিতে ৬ কিমি দীর্ঘ ফ্লাইওভার

ভোট মিটলেই এই উড়ালপুল নির্মাণের কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি- কেএমডিএ।

Must read

প্রতিবেদন : ইএম বাইপাসে যানবাহনের গতি বাড়াতে নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। শহরের পূর্ব প্রান্তে ই এম বাইপাসের মেট্রোপলিটন ক্রসিং থেকে নিউটাউনের কাছে মহিষবাথান পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল নির্মাণের জন্য প্রাথমিক ভাবে ১০০০ কোটি টাকার বরাদ্দ ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উড়ালপুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-আজ টেট

ভোট মিটলেই এই উড়ালপুল নির্মাণের কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি- কেএমডিএ। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র মিলেছে বলে ওই সংস্থা সূত্রে খবর। কাজ শেষ হতে দু’বছরের সময়সীমা ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই এই উড়ালপুল নির্মীত হয়ে উদ্বোধন হয়ে যেতে পারে। রাজ্য সরকারের প্রচেষ্টায় একাধিক নতুন উড়ালপুল তৈরির ফলে শহরে বেড়েছে যানবাহনের গতি। কমেছে যানজট। এবার সেই সব উড়ালপুলের তালিকায় যোগ হতে চলেছে এই নয়া উড়ালপুল।

আরও পড়ুন-ব্যাট হাতে কাউন্সিলাররা

এই উড়ালপুল নির্মীত হয়ে গেলে নবান্নের দিক থেকে আরও দ্রুত পৌঁছনো যাবে কলকাতা বিমানবন্দরে। লাভবান হবেন দক্ষিণ কলকাতার মানুষেরাও। চিংড়িঘাটা ক্রসিং, সল্টলেক বাইপাস, সেক্টর ফাইভের জ্যাম এড়িয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে নিউটাউনের মুখে। ফলে যাত্রার সময় কমবে অনেকটাই। নবান্ন থেকে বিমানবন্দর যেতে হলে তখন বিদ্যাসাগর সেতু পার করে মা ফ্লাইওভার ধরে সোজা পৌঁছে যাওয়া যাবে ইএম বাইপাস। তারপরই নতুন সেতু ধরে সোজা চলে যাওয়া যাবে নিউটাউনের মুখে মহিষবাথানে। সেখান থেকে বিশ্ববাংলা সরণি এবং ভিআইপি রোড ধরে সোজা পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। লাভবান হবেন নিউটাউনে কর্মরত মানুষজনও। বাইক বা স্কুটি কিংবা গাড়ি নিয়ে সহজেই তাঁরা সেখানে পৌঁছে যেতে পারবেন।

Latest article