প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লাগাতার গুলির লড়াই চলছে জঙ্গিদের। এবার কাশ্মীরে এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে গুলি করে খুন করল জঙ্গিরা। সূত্রের খবর, রবিবার সকালে মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই আধিকারিক। আর সেখানেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর। জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার ঘটনা। নিহত পুলিশ আধিকারিকের নাম মহম্মদ শাফি মীর। তিনি কাশ্মীর পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। এদিন প্রার্থনার সময়ে মসজিদের ভিতরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা।
আরও পড়ুন-পর্তুগিজ চার্চে প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশে ডেরেক
এই খুনের ঘটনাকে কেন্দ্র করে উপত্যকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। এক্স হ্যান্ডেলে কাশ্মীর পুলিশও এই খুনের ঘটনার কথা পোস্ট করেছে।
আরও পড়ুন-প্রকাশ্যে জাত তুলে অপমান না করলে সেটি অপরাধ নয়, জানাল এলাহাবাদ হাইকোর্ট
গত বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়। তারপর থেকেই থমথমে উপত্যকা। জানা গিয়েছে, সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। একটি সূত্রের দাবি, হত্যার পর সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদও করা হয়। ওই ঘটনার পর কাশ্মীরে চিরুনি-তল্লাশি চলছে ঘরে ঘরে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তার মধ্যেই রবিবার খুনের ঘটনায় বাড়ল উত্তেজনা।