প্রকাশ্যে জাত তুলে অপমান না করলে সেটি অপরাধ নয়, জানাল এলাহাবাদ হাইকোর্ট

তফশিলি জাতি এবং উপজাতিদের জাত তুলে অপমান সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Highcourt) নজিরবিহীন পর্যবেক্ষণ করল।

Must read

তফশিলি জাতি এবং উপজাতিদের জাত তুলে অপমান সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Highcourt) নজিরবিহীন পর্যবেক্ষণ করল। আদালত এই বিষয়ে জানাল প্রকাশ্য জায়গায় জাত তুলে অপমান করা হলে তবেই ১৯৮৯ তফসিলি জাতি এবং উপজাতি আইনে তবেই সেটিকে অপরাধ হিসেবে গণ্য হবে। ঘরের ভিতরে হলে বা এমন কোন জায়গায় হলে যেখানে বাইরের কেউ উপস্থিত নেই তাহলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। অতএব স্কুল মালিকের বিরুদ্ধে জাত তুলে অপমান করা সংক্রান্ত মামলা আদালত খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন-বর্ষশেষে উৎসবের হুল্লোড়ে মা.দক রুখতে ক.ড়া নজরদারি, দায়িত্বে পুলিশকর্মীরা

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শামীম আহমেদ এই মর্মে বলেছেন, প্রকাশ্য জায়গায় জাত তুলে অপমান করা হলে তবেই ১৯৮৯ তফসিলি জাতি এবং উপজাতি আইনে তবেই সেটিকে অপরাধ হিসেবে ধরা হবে। উল্লেখ্য, দ্বাদশ শ্রেণির এক ছাত্র পরীক্ষায় ফেল করে। ওই ছাত্র ছাড়াও আরও বেশ কয়েকজন পড়ুয়া পরীক্ষায় ফেল করে। তখন এক ছাত্রের অভিভাবক প্রতিবাদ জানান। অভিযোগ, এনিয়ে তিনি স্কুল মালিকের বাড়ি গেলে তিনি ওই অভিভাবককে জাত তুলে গালি দেন। স্কুলের মালিক বাড়িতে না যাওয়ার জন্য হুমকি দেন । সেই মামলায় এই পর্যবেক্ষণ করেছে আদালত।

আরও পড়ুন-বিদ্যাসাগরের তৈরি স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

হাইকোর্ট আরও জানিয়েছে ঘটনার সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। মামলার ঘটনাগুলি সম্পূর্ণভাবে খতিয়ে দেখে, আদালত জানিয়েছে ছাত্রদের ফলাফল এবং পরীক্ষার একমাত্র দায়িত্ব সেন্ট্রাল বোর্ড অফ স্কুল এডুকেশনের (সিবিএসই)। এক্ষেত্রে স্কুল মালিকের কিছুই করণীয় নেই।

Latest article