বিদ্যাসাগরের তৈরি স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

আগামী ২০২৪ শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে ইংরেজি মাধ্যম শিক্ষা। এই বিদ্যালয় ১৮৬৪ সালে ৩৯ নম্বর শঙ্কর ঘোষ লেনে স্থাপিত হয়।

Must read

মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন ফর গার্লস (Metropolitan Institution main for girls’) নামটি শুনলেই মাথায় আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের নাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি স্কুল প্রায় অবলুপ্তির পথে। এবার সেই স্কুলকে বাঁচাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই স্কুলে চালু হচ্ছে ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি বাংলা মাধ্যম স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা হচ্ছে।

আরও পড়ুন-লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়ে ফেসবুকে বিত.র্কিত পোস্ট অনুপমের

আগামী ২০২৪ শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে ইংরেজি মাধ্যম শিক্ষা। এই বিদ্যালয় ১৮৬৪ সালে ৩৯ নম্বর শঙ্কর ঘোষ লেনে স্থাপিত হয়। এই বিদ্যালয়ের মূল উদ্যোক্তা ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মৃত্যুর আগে পর্যন্ত এই স্কুলের সুপারিন্টেনডেন্ট ছিলেন তিনি। দোতলা বাড়িটি ঠাকুর পরিবারের থেকে ভাড়া নিয়েছিলেন। যদিও ১৯৫৪ সালে সেটি ঠাকুর পরিবারের থেকে কিনে নেওয়া হয়। এই স্কুলে স্বামী বিবেকানন্দও ছাত্র ছিলেন। পরে যদিও তিনি নিজেই শিক্ষকতা করেন। এই স্কুল পরে মেয়েদের জন্য হয়ে যায়।

আরও পড়ুন-ডারবানে খেলবে মহামেডান, আজ সামনে নেরোকা

প্রসঙ্গত, উত্তর ও মধ্য কলকাতায় বিদ্যাসাগর কলেজ, মেট্রোপলিটন ইনস্টিটিউশন বিদ্যাসাগরের উদ্যোগে তৈরী হয়। আপাতত বিদ্যাসাগর ইনস্টিটিউশন নামে এক ট্রাস্টের অধীনে রয়েছে এই প্রতিষ্ঠানগুলি। এই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা বন্দ্যোপাধ্যায় এই মর্মে বলেন, ‘‌বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার প্রাধান্য বাড়ছে। এলাকার মানুষের অনুরোধ ছিল, তাঁদের মেয়েরা সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে চায়। তাই পরিচালন সমিতি এই সিদ্ধান্ত নেয়। বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমই থাকছে। এখানে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা থাকবে। যোগ ব্যায়াম, স্পোকেন ইংলিশ, মার্শাল আর্ট, সংগীত, আবৃত্তি এবং হাতের কাজ বিনামূল্যে শেখানো হবে।’‌

Latest article