লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়ে ফেসবুকে বিত.র্কিত পোস্ট অনুপমের

উল্লেখ্য, অনুপম হাজরার এই ফেসবুক পোস্ট লোকসভা ভোটের আগে বাড়তি শক্তি যোগাচ্ছে তৃণমূল কংগ্রেসকে বলাই বাহুল্য।

Must read

বড়দিনের আগের দিন ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেন নি। পাঠিয়েছেন বার্তা। সেই গীতপাঠ নিয়ে এবার বিস্ফোরক পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার (Anupam Hazra)। এর আগেও অনুপম বার বার রাজ্য বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি যে দলের কর্মকাণ্ড নিয়ে একেবারেই সন্তুষ্ট নন সেটা বুঝতে বাকি নেই।

আরও পড়ুন-ডারবানে খেলবে মহামেডান, আজ সামনে নেরোকা

আজকের এই ব্রিগেডে অনুষ্ঠান নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘চোরমুক্ত বিজেপি চাই।’ ব্রিগেডের অনুষ্ঠান নিয়েএদিন তিনি বলেন, ‘এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার!!! শেষ পর্যন্ত লক্ষ কণ্ঠে গীতা পাঠ এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন। হায়রে এরা আদৌ হিন্দু। অবশ্য় সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোন পরিবর্তন হবে না, উলটে মেয়াদকাল আরও বাড়তে পারে। আর কতদিন যে চোরমুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে??’

আরও পড়ুন-আজ ভয়েস কলে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের অপেক্ষায় আছে পৌষমেলা

এর আগেও তিনি একের পর এক বিস্ফোরক পোস্ট করে বিজেপির অন্দরের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। অনিল সাহার একটি পোস্টকে তুলে ধরে নিজের বক্তব্য রেখেছেন অনুপম হাজরা। অনুপম হাজরার এই ফেসবুক পোস্ট লোকসভা ভোটের আগে বাড়তি শক্তি যোগাচ্ছে তৃণমূল কংগ্রেসকে বলাই বাহুল্য।

আরও পড়ুন-বিহার পুলিশকে তো.প দাগল যোগী প্রশাসন, বে.আইনি ম.দের দোকানে হা.না

প্রসঙ্গত, অনিল সাহা লিখেছেন, ‘২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে সেখানে যাওয়ার জন্য় আহ্বান জানিয়েছেন যারা ব্যবস্থাপনায় রয়েছেন তারা। যারা যাবেন তাদের জন্য় গেট পাশের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু ভিআইপি লোকেদেরও ভিআইপি কার্ড দেওয়া হয়েছে। কোথাও এক হাজার টাকা নিয়ে কার্ড দেওয়া হবে এই নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু বীরভূম জেলার বিজেপির সভাপতির নির্দেশে বীরভূম জেলার নলহাটি এলাকা থেকে কিছু কিছু লোককে কার্ড বিলি করতে দেওয়া হয়েছে। তারা একটি কার্ডে হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। ‘

 

Latest article