ডারবানে খেলবে মহামেডান, আজ সামনে নেরোকা

আগামী ২৭ জানুয়ারি ডারবানে দক্ষিণ আফ্রিকা লিগের চ্যাম্পিয়ন দল ওরল্যান্ডো পাইরেটসের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলবে মহামেডান।

Must read

প্রতিবেদন : ভারতের প্রথম ফুটবল ক্লাব হিসেবে দক্ষিণ আফ্রিকায় ম্যাচ খেলতে যাচ্ছে মহামেডান স্পোর্টিং। আগামী ২৭ জানুয়ারি ডারবানে দক্ষিণ আফ্রিকা লিগের চ্যাম্পিয়ন দল ওরল্যান্ডো পাইরেটসের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলবে মহামেডান।

আরও পড়ুন-আজ ভয়েস কলে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের অপেক্ষায় আছে পৌষমেলা

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন মহামেডানকে আমন্ত্রণ জানিয়েছে ১৫৬ বছর আগে সে দেশে ভারতীয় অভিবাসনের ইতিহাসকে স্মরণ করে। ওরল্যান্ডো পাইরেটস ছাড়াও দক্ষিণ আফ্রিকার আরও একটি ক্লাব কাইজার চিফসও ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে। তবে এই ম্যাচের প্রতিপক্ষ এবং সূচি এখনও চূড়ান্ত হয়নি। জানুয়ারিতে সুপার কাপে খেলবে না ক্লাব। তাই বিদেশি-সহ সেরা দল নিয়েই নেলসন ম্যান্ডেলার দেশে ম্যাচ খেলতে যাচ্ছে মহামেডান।

আরও পড়ুন-বিহার পুলিশকে তো.প দাগল যোগী প্রশাসন, বে.আইনি ম.দের দোকানে হা.না

ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ বললেন, ‘‘ভারতের প্রথম ক্লাব হিসেবে মহামেডান দক্ষিণ আফ্রিকায় ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে। আমরা গর্বিত।’’ আজ, রবিবার নেরোকা এফসি-র বিরুদ্ধে নামছে মহামেডান স্পোর্টিং। লিগে এই মুহূর্তে অপরাজিত সাদা-কালো ব্রিগেড। ১০ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে মহামেডানই লিগ শীর্ষে রয়েছে। নেরোকার বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে সাদা-কালো ব্রিগেড। লিগে নিচের দিকে থাকলেও মণিপুরের দলকে সমীহ করছেন আঙ্গুসানারা।

Latest article