সেঞ্চুরিয়ন, ২৪ ডিসেম্বর : বক্সিং ডে টেস্টে সুপারস্পোর্ট পার্কের ২২ গজে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়াবেন কে এল রাহুল। রবিবার সাংবাদিক সম্মলনে এসে আগাম ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড়।
ঈশান কিশান সরে দাঁড়ানোর পর তাঁর বিকল্প হিসাবে দলে যোগ দিয়েছেন শিকর ভরত। এদিন দ্রাবিড় বলেন, ‘‘দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়া বেশ কঠিন। তবে রাহুলের সঙ্গে কথা হয়েছে। ও টেস্টেও উইকেটকিপিং করতে আগ্রহী। এর আগে পঞ্চাশ ওভারের ম্যাচে ভালই কিপিং করেছে। তাতেই অনেকটা তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া গত ৬-৭ মাসে রাহুল অনেক ম্যাচে কিপিং করেছে। ফলে ওর আত্মবিশ্বাসও বেড়েছে।’’
আরও পড়ুন-৪৬ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়
দ্রাবিড় এদিন আরও জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের হার দলের কাছে এখন অতীত। তিনি বলেন, ‘‘বিশ্বকাপ ফাইনাল এখন আমাদের কাছে অতীত। ব্যাপারটা হতাশাজনক ছিল। কিন্তু আমরা সামনের দিকেই তাকাচ্ছি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘ছোটবেলা থেকেই ভুল থেকে শিক্ষা নিতে শিখেছি। যেমন আউট হলে সবাই হতাশ হয়। কিন্তু আরও একটা ইনিংস হাতে থাকে। একজন পেশাদার কখনও অতীতের হতাশা বয়ে নিয়ে বেড়ায় না।’’ দ্রাবিড় আরও বলেছেন, ‘‘আমি ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে আসিনি। কোচ হিসেবে আমার কাজ ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখা। ছেলেরা যাতে ভাল করে অনুশীলন করে, সেদিকে নজর দেওয়া। ক্রিকেটারদের শারীরিক এবং মানসিকভাবে তরতাজা রাখা এবং কৌশল ঠিক করাই আমার কাজ।’’