৪৬ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়

৪৬ বছরের অপেক্ষার অবসান! মেয়েদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের স্বাদ পেল ভারত।

Must read

মুম্বই, ২৪ ডিসেম্বর : ৪৬ বছরের অপেক্ষার অবসান! মেয়েদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের স্বাদ পেল ভারত। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ উইকেটে একমাত্র টেস্ট জিতে নতুন ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌররা।

আরও পড়ুন-স্বৈরাচারী কেন্দ্র, গর্জে উঠল বাঁকুড়া

কদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ৩৪৭ রানে জিতে নজির গড়েছিলেন হরমনপ্রীতরা। যা ছিল মেয়েদের টেস্ট ক্রিকেটে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এবার হরমনপ্রীতদের সামনে নতজানু প্রবল শক্তিধর অস্ট্রেলিয়াও।
পরিসংখ্যান বলছে, ১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতীয় মহিলা দল। দু’দলের আগে এর আগে পর্যন্ত মোট পাঁচটি টেস্ট সিরিজ হয়েছিল। যার মধ্যে তিনবার জিতেছিল অস্ট্রেলিয়া। দু’বার সিরিজ ড্র হয়েছিল। ষষ্ঠবারে বাজিমাত করলেন ভারতের মেয়েরা।

আরও পড়ুন-অথ খ্রিস্টমাসের কথা

আগের দিনের ৫ উইকেটে ২৩৩ রান হাতে নিয়ে এদিন মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন দুই অপরাজিত ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যাশলে গার্ডনার। লিড ছিল ৪৬ রানের। কিন্তু আরও মাত্র ২৮ রান যোগ করতে না করতেই, অস্ট্রেলীয় ইনিংস গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। মাত্র ১৫ ওভারেই শেষ পাঁচ উইকেট হারিয়েছেন অ্যালিসা হিলিরা। দিনের দ্বিতীয় ওভারেই গার্ডনারকে (৭) লেগ বিফোর উইকেটে ফাঁদে ফেলেন পূজা বস্ত্রকার। এরপর স্নেহ রানার বলে ২৭ রান করে সাদারল্যান্ড আউট হতেই অস্ট্রেলিয়ার যাবতীয় প্রতিরোধের ইতি। বাকি তিন উইকেট তুলতে বেশিক্ষণ সময় নেননি ভারতীয় বোলাররা। জেস জেনসন (৯), অ্যালানা কিং (০), কিম গ্রাথরা (৪) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। লরেন চিটল শূন্য রানে অপরাজিত থাকেন। ফলে ২৬১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা সভাধিপতি, উদ্বোধনের অপেক্ষায় চাকলাধাম

ভারতীয় বোলারদের মধ্যে ৪ উইকেট নেন স্নেহ রানা। দু’টি করে উইকেট পান হরমনপ্রীত এবং রাজেশ্বরী গায়কোয়াড়। জেতার জন্য ৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই শেফালি ভার্মার (৪) উইকেট হারিয়েছিল ভারত। তিন নম্বরে নামা রিচা ঘোষও (১৩) খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। যদিও স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজ দলকে জয় এনে দেন। স্মৃতি ৩৮ রানে এবং জেমাইমা ১২ রানে অপরাজিত থাকেন। ২ উইকেটে ৭৫ রান তুলে ঐতিহাসিক টেস্ট জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথম ইনিংসে তিন উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট। মোট ১১৯ রানে ৭ উইকেট নিয়ে টেস্টের সেরা স্নেহ রানা।

Latest article