আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা সভাধিপতি, উদ্বোধনের অপেক্ষায় চাকলাধাম

চলতি সপ্তাহে বৃহস্পতিবার চাকলার লোকনাথ মন্দিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই জেলা জুড়ে শুরু হল প্রস্তুতি।

Must read

সংবাদদাতা, দেগঙ্গা : চলতি সপ্তাহে বৃহস্পতিবার চাকলার লোকনাথ মন্দিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই জেলা জুড়ে শুরু হল প্রস্তুতি। ইতিমধ্যেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এই উদ্দেশ্যে রবিবার দুপুরে চাকলা মন্দির এবং কর্মিসভার স্থান পরিদর্শন করেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক ও জেলা পুলিশ প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন-মোদির ক্যারিশমা কমেছে, মন্তব্য প্রশান্ত কিশোরের

এদিন তাঁরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন। জানা গিয়েছে, ওইদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার চাকলার হেলিপ্যাড গ্রাউন্ডে এসে নামবে। সেখান থেকে মন্দিরে পুজো দেবেন। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রসাদ গ্রহণ করতে পারেন। এরপর নতুনভাবে গড়ে ওঠা মন্দির ও ওই চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চাকলাধামের এই উন্নয়নমূলক কাজ করেছে রাজ্যের পর্যটন দফতর। খরচ হয়েছে ১৬ কোটি টাকা। এরপর ওইখানেই তাঁর একটি কর্মিসভা করার কথা রয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় এই ধরনের কর্মিসভা এই প্রথম হতে চলেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমজনতা।

Latest article