প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় তিনজন বেসামরিক নাগরিকের মৃতদেহ পাওয়া যাওয়ার তিনদিন পর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতিকে সোমবার সুরঙ্কোটে যেতে বাধা দেওয়ার জন্য গৃহবন্দি করা হয়েছে। জম্মু-কাশ্মীর-এর পুঞ্চ জেলায় সেনার দুই গাড়িতে জঙ্গি হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যাওয়া আট বেসামরিক নাগরিকের মধ্যে তিনজনকে রাতে তোপা পীর এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন-করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ নয়, সতর্কতা জরুরি
বৃহস্পতিবার সন্ধ্যায় অতর্কিত হামলায় পাঁচ সেনা শহিদ হয়েছেন। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক্স হ্যান্ডেলে পাঠানো বার্তায় বলেন, তৃণমূলস্তরের বাস্তবতা আর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির মধ্যে কোনও পার্থক্য নেই। অতর্কিত জঙ্গি হামলায় পাঁচ জওয়ান শহিদ হয়েছেন, সেনাবাহিনীর হেফাজতে তিন নিরপরাধ বেসামরিক ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে, অনেকে এখনও হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছেন এবং এখন একজন অবসরপ্রাপ্ত এসপি নিহত হয়েছেন। ভারত সরকার দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ স্বাভাবিক অবস্থার মুখোশ বজায় রাখার জন্য সমান্তরালভাবে নিরীহ মানুষের ক্ষতি হয়ে চলেছে। মেহবুবার কথায়, জম্মু-কাশ্মীরে প্রতিটি জীবনই বিপদের মধ্যে রয়েছে। ভারত সরকার সমস্ত কিছুকে কার্পেটের নিচে চাপা দিতে চাইছে, কারণ তৃণমূলস্তরের বাস্তবতা আর তাদের প্রচারের মধ্যে আকাশ-পাতাল ফারাক। এভাবে আর কতদিন চলবে?