করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ নয়, সতর্কতা জরুরি

রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন করোনা রোগীর খোঁজ মেলে। আক্রান্তদের মধ্যে ৯ জনই করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত।

Must read

প্রতিবেদন : দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ৬৫৬টি নতুন সংক্রমণ, মৃত্যু হয়েছে আরও ৪ জনের। সরকারি পরিসংখ্যান দেখে ইতিমধ্যেই নজরদারি জোরদার করার সতর্কবার্তা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩,৭৪২।

আরও পড়ুন-ক্ষমতায় এসেই ২ হাজার কোটি ঋণ চাইল মধ্যপ্রদেশ, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

২০২০ সালে দেশে করোনা অতিমারির সময়েই উদ্বেগ বাড়িয়েছিল মহারাষ্ট্র। এবারও উদ্বেগ বাড়াচ্ছে এই রাজ্য। রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন করোনা রোগীর খোঁজ মেলে। আক্রান্তদের মধ্যে ৯ জনই করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত। তবে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করলেও এখনই বুস্টার ডোজের কোনও চিন্তাভাবনা নেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। স্বাস্থ্য আধিকারিকদের মতে, জেএন.১ সাব ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়তে শুরু করলেও এখনই চতুর্থ টিকার কোনও প্রয়োজন নেই। তবে যেসব ষাটোর্দ্ধ ব্যক্তির কোমর্বিডিটি এবং অন্যান্য সমস্যা রয়েছে, তাঁদের তৃতীয় ডোজ দ্রুত নেওয়া প্রয়োজন।
ইনসাগগের বিশেষজ্ঞদের মতে, এই ভ্যারিয়েন্টের মূল লক্ষণ জ্বর, কফ, ডায়েরিয়া, শরীরে ব্যথা। তবে সেগুলির কোনওটারই প্রকোপ এখনও পর্যন্ত মারাত্মক বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো নয়।

Latest article