ক্ষমতায় এসেই ২ হাজার কোটি ঋণ চাইল মধ্যপ্রদেশ, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মোহন যাদব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কাছে রাজ্যের খরচ বাবদ ২ হাজার কোটি টাকা ঋণ চাইলেন।

Must read

প্রতিবেদন : মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মোহন যাদব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কাছে রাজ্যের খরচ বাবদ ২ হাজার কোটি টাকা ঋণ চাইলেন। মাত্র দু’সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বিপুল অর্থ দাবি মোহনের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত দ্রুত কেন ঋণের আবেদন? বিষয়টিকে কেন্দ্র করে জোরালো হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন-বিঘোরের বেগুনকে স্বীকৃতি দিতে উদ্যোগ কৃষি দফতরের

ক্ষমতায় এসেই বিপুল পরিমাণ ঋণ নেওয়া নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে বিঁধেছে নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভিযোগ, বাংলার সরকার ঋণ নিলে এ রাজ্যের বিরোধীরা সমালোচনা করেন। অথচ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য ২ হাজার কোটি ঋণ নিচ্ছে। অর্থের বন্দোবস্ত না করেই কীভাবে ঢালাও প্রতিশ্রুতি, তা নিয়ে প্রশ্ন উঠছে। পূর্বতন শিবরাজ সরকারের ৪ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আছে। পরিস্থিতি এমনই যে, রাজ্যের দৈনন্দিন খরচ সামলাতেও ধার চাইতে হচ্ছে আরবিআইয়ের কাছে।

আরও পড়ুন-শুরু হল বাংলা সঙ্গীতমেলা

এই বিষয়ে তৃণমূলের কটাক্ষ, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যে অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে আরবিআই থেকে ২ হাজার কোটি ঋণের দাবি করছে। মধ্যপ্রদেশ সরকারের খারাপ আর্থিক স্বাস্থ্যের আরেকটি ইঙ্গিত। ঋণের আকাশচুম্বী পাহাড় তারা জমা করতে থাকুক।

Latest article