সারা শহর যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা তখন আজ রাতে খাদ্য ভবনে চলল গুলি। সূত্রের খবর, খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে এক পুলিশ কনস্টেবল (constable) গুলিবিদ্ধ হয়েছেন। আজ রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই তিনি জখম হয়েছেন। ৫৩ বছর বয়সি ওই কনস্টেবল তপন দাসের বুকে গুলি লাগে।। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। তবে ঠিক কীভাবে গুলি চলল, সেই বিষয়টি এখনও জানা যায় নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ভুলবশত লেগেছে না আত্মহত্যা সেই বিষয়ে এখনই কেউ কিছু বলতে নারাজ।
আরও পড়ুন-করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ নয়, সতর্কতা জরুরি
উল্লেখ্য, কলকাতা পুলিশের ওই কনস্টেবল তপন দাসের বাড়ি হরিণঘাটায়। তাঁর নার্ভের সমস্যা রয়েছে। সোমবার রাতেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে যান। মিনিট দশেক তিনি সেখানে ছিলেন। লালবাজারের হোমিসাইড শাখার অফিসারদের তিনি এই বিষয়ে তদন্ত করার ভার দিয়েছেন।