বড়দিন (Christmas) উপলক্ষে দেশজুড়ে চলছে উৎসব। এই অবস্থায় কেরলের নেয়াট্টিনকারার কাছে পুভারে এক অস্থায়ী সেতু (Bridge) ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ৭ থেকে ৮ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। একজন মহিলার পায়ের হাড় ভেঙে গিয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে জানা গিয়েছে, বাকি আহতদের অবস্থা স্থিতিশীল। সোমবার রাত ৯টা নাগাদ এই সেতু ভেঙে পড়ার দুর্ঘটনাটি ঘটেছিল। অতিরিক্ত জনসমাগমের ভার সহ্য করতে না পেরে সেতুটা ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
আরও পড়ুন-বাংলার ব্লকে ব্লকে ফুটবল খেলে প্রতি.বাদ, স্বামীজিকে অপ.মান, রাজ্য জুড়ে আজ পথে তৃণমূল যুব
জানা গিয়েছে দুর্ঘটনার সময় সেতুর ওপরে অনেক লোক একসাথে উঠে পড়েছিলেন। অতিরিক্ত ভার সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেই সেতুটি। প্রথমে সেতুটি ভেঙে একদিকে হেলে পড়ে। সেই দিকে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা নীচে পড়ে যান। এর ফলে চোট পান তারা। যদিও সেতুর অন্যদিকে থাকা মানুষ খুব একটা আহত হননি। দুর্ঘটনার জেরে কারও মৃত্যু হয়নি।
আরও পড়ুন-শান্তি-সৌভ্রাতৃত্বের বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের
প্রসঙ্গত, ক্রিসমাস সাজসজ্জার অঙ্গ হিসেবে এই অস্থায়ী সেতুটি তৈরি করা হয়েছিল। সেতু পার করলে একটি জলপ্রপাত রয়েছে । এর মাঝেই যিশুর জন্মের মুহূর্তকে প্রকাশ্যে এনে একটি ক্রিব তৈরি করা হয়েছিল। সেতুটি মাটি থেকে ৫ ফুট উচ্চতায় ছিল। সেতুটি অনেকটাই হালকা ছিল এবং খুব বেশি ভার সহ্য করার ক্ষমতা ছিল না। রাতের দিকে সব ভুলে সেতুতে উঠে পড়ে দর্শকরা। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় কারও মৃত্যু হয়নি। আহতদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।