ভোরবেলা কেঁপে উঠল লেহ-লাদাখের বিরাট অংশ

আজ মঙ্গলবার ভোরে, কেঁপে উঠল লেহ-লাদাখের (Leh Ladakh) বিরাট অংশ।

Must read

আজ মঙ্গলবার ভোরে, কেঁপে উঠল লেহ-লাদাখের (Leh Ladakh) বিরাট অংশ। আজ, ভোর ৪টে ৩৩ মিনিটে কম্পণ অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ছিল ৪.৫। জাতীয় ভূকম্পণ পর্যবেক্ষণ সংস্থা এই মর্মে জানিয়ে জম্মু-কাশ্মীরের কাছে কিস্তওয়ারে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৭। ভূমিকম্পের ফলে যদিও কোন ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

আরও পড়ুন-ক্রিসমাসের জন্য অস্থায়ী ব্রিজ ভেঙে আ.হত বহু

দেশজুড়ে পর পর ভূমিকম্প আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সপ্তাহ আগে লেহ-লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। শুধু তাই নয়, জম্মু, শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ার-সহ বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সিসমোলজি সেন্টার এই বিষয়ে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। গত, নভেম্বরে লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৪.৪। দেড় সপ্তাহ আগে ভারতের পড়শি দেশ চিন ভূমিকম্পে কেঁপে উঠেছিল। উত্তর-পশ্চিম চিন গানসু-কিংহাই প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

Latest article