নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের প্রতিবাদে সাক্ষী মালিকের মতো কিংবদন্তি কুস্তিগির আচমকাই অবসর নিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে পদ্মশ্রী সম্মান ফেলে দিয়ে এসেছেন আরেক তারকা কুস্তিগির বজরং পুনিয়া। এবার এই তালিকায় নাম লেখালেন বিনেশ ফোগট (Vinesh Phogat)। বজরংয়ের মতো তিনিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিলেন, ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি।
কমনওয়েলথে তিনবারের সোনাজয়ী বিনেশ (Vinesh Phogat) লিখেছেন, ‘‘দেশবাসী জানে দেশের জন্য পদক আনা কুস্তিগিররা কেন খেলা ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন বা পদ্মশ্রীর মতো সম্মান ফিরিয়ে দিয়েছেন। আপনার অন্তত এই বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত। আমি বিনেশ ফোগট, আপনার দেশেরই একটি মেয়ে। সিদ্ধান্ত নিচ্ছি, খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেব।’’
ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ব্রিজভূষণের ব্যবসার সঙ্গী সঞ্জয় সিং সভাপতি হওয়ায় কুস্তি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ তুলেছিলেন রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক।
পাশাপাশি বলেছিলেন, ‘‘সঞ্জয় সিং ফেডারেশনের সভাপতি হওয়ায় প্রমাণিত হল যে আমাদের ৪০ দিনের আন্দোলন ব্যর্থ হয়েছে। পরিষ্কার হয়ে গেল, ব্রিজভূষণের প্রভাব এখনও কতটা!’’ নারী সুরক্ষার প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পদ্মশ্রী ফেরানোর কথা জানিয়েছিলেন বজরং। খেতাব ফিরিয়েও দিয়েছেন টোকিও অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির। যার ফলে চাপে পড়ে যায় ফেডারেশন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে বরখাস্ত করা হয় ফেডারেশনের নতুন কমিটিকে।
আরও পড়ুন- বন্দিদের পরিজনদের ক্ষোভে, পার্লামেন্টে থামাতে হল বক্তৃতা