ফের মৃত্যু করোনায়, সংক্রমিতও বাড়ছে

Must read

প্রতিবেদন : ক্রমশ দাপট বাড়াচ্ছে করোনার (Covid) নতুন ভ্যারিয়েন্ট। যদিও বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অযথা উদ্বিগ্ন না হয়ে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে। বিশেষত জনবহুল এলাকায় মাস্কের ব্যবহারে জোর দিচ্ছেন তাঁরা। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় ৪১২ জন সংক্রমিত হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে কোভিডের (Covid) ৪১২টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। এর ফলে সংক্রমণের সক্রিয় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,১৭০। অন্যদিকে কর্নাটকে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের কারণে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভারতে কোভিড আক্রান্তের বর্তমান সংখ্যা ৪,৫০,০৯,৬৬০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত কোভিডের নতুন প্রজাতি জে এন -১-এর ৬৯ জন রোগীর আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে, যে তালিকায় কর্নাটক রয়েছে সবার উপরে। ৬৯ জন রোগীর মধ্যে কর্নাটক থেকে ৩৪টি, মহারাষ্ট্রে ৯টি, গোয়া থেকে ১৪টি, কেরল থেকে ৬টি, তামিলনাড়ু থেকে ৪টি এবং তেলেঙ্গানা থেকে ২টি কেস রিপোর্ট করা হয়েছে।

আরও পড়ুন- কাশ্মীরের পরিণতি হতে পারে গাজার মতো, আশঙ্কা ফারুকের

Latest article