কাশ্মীরের পরিণতি হতে পারে গাজার মতো, আশঙ্কা ফারুকের

Must read

প্রতিবেদন : কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সাংসদ ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। প্রতিবেশী পাকিস্তানের কথা উল্লেখ করে তিনি জানালেন, সমস্যার সমাধান না হলে গাজা ও প্যালেস্টাইনের মতোই পরিণতি হতে পারে কাশ্মীরের। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারুক আবদুল্লাহ বলেন, পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা না হলে গাজা ও প্যালেস্টাইনের মতোই পরিণতি হতে পারে কাশ্মীরের। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ থাকি তবে উভয়ই উন্নতি করব। ভারত ও পাকিস্তান উভয় দেশের নেতাদের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আবেদন জানিয়ে ফারুক বলেন, অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা আমাদের বন্ধু বদলাতে পারি কিন্তু প্রতিবেশী নয়। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ থাকি, তাহলে উভয়ই উন্নতি করবে।
ভারত সরকার পাকিস্তান সরকারের সঙ্গে এ-বিষয়ে আলোচনায় আগ্রহী নয় এমন অভিযোগ করে ফারুক (Farooq Abdullah) বলেন, নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং তাঁরা বলছেন যে তাঁরা ভারতের সঙ্গে এ-বিষয়ে আলোচনায় প্রস্তুত, কিন্তু আমরা কথা বলতে প্রস্তুত নই কেন? আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করুন, যদি আমরা তা না করি, গাজা এবং প্যালেস্টাইনের মতো একই পরিণতি হবে কাশ্মীরের। সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলার ঘটনার মাঝে ফারুক আব্দুল্লাহর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- ২৭ জনকে ফ্রান্সে রেখে দেশে ফিরল বিমান

Latest article