মাস্টার অফ ফিলোজফি ডিগ্রিকে অবৈধ বলে আগেই ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই সংক্রান্ত সমস্ত পাঠক্রম বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তা মানা হয়নি। এবার বিজ্ঞপ্তি জারি করে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তি বন্ধ করার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষার্থীদের জন্য এমফিল ডিগ্রি বন্ধ করল বিশ্ববিদ্যালয় ইউজিসি (MPhil- UGC)। বিশ্ববিদ্যালয় গুলিতে স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এটি কোনও স্বীকৃত ডিগ্রি না, ফলে এই কোর্সে ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
আরও পড়ুন- গঙ্গাসাগর: ডুবে থাকা জাহাজ ঘিরে চর, দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তরফে নতুন করে এম.ফিল (মাস্টার অফ ফিলোজফি) কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছিল। এই পরিস্থিতিতে গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি (MPhil- UGC)। সেখানে কমিশনের তরফে জানানো হয়, “এটি ইউজিসি-এর নজরে এসেছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন গ্ৰহণ করছে৷ এটা মনে রাখতে হবে যে এমফিল ডিগ্রি একটি স্বীকৃত ডিগ্রি নয়। ইউজিসি (পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) প্রবিধান ২০২২-এর রেগুলেশন নং ১৪ স্পষ্টভাবে বলে যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমফিল প্রোগ্রাম অফার করবে না।”
আরও পড়ুন- অবৈধ মদের কারবার চালানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “এই বিষয়ে, জানানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) প্রবিধান, ২০২২ তৈরি করেছে যা ৭ নভেম্বর ২০২২ তারিখে ভারতের গেজেটে প্রকাশিত হয়েছে।” কমিশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এমফিল প্রোগ্রামে ভর্তি বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।